পাগড়ীওয়ালা (সংগীত)
আলী আমজাদ আল আজাদ
________________//
ঐ দেখ আজ জাগছে সবি পাগড়ীওয়ালা,
ঐ দেখ আজ ছুটছে সবাই পাগড়ীওয়ালা,
ঐ দেখ আজ উড়ায় নিশান পাগড়ীওয়ালা,
ঐ দেখ আজ রণাঙ্গনে বীর পাগড়ীওয়ালা।
ঐ দেখ আজ মুসলমানের বিজয়ের মালা।


লাঞ্ছনা আর করবে কত মাজলুমানের বুকে,
রক্তক্ষরণ আর করবে কত অবুঝ শিশুর বুকে।
তিলে তিলে মারবে না আর বঞ্চিত হয়ে দুঃখে।
শয়না দেহে লাঞ্ছিত আর জাগছে মাজলুমান,
অত্যাচারে জর্জরিত হয়ে জাগছে আফগান।
ঐ দেখ জাগছে আফগান জাগছে মাজলুমান।।


ঐ দেখ আজ ক্ষিপ্ত ক্ষ্যাপা চক্ষু নিয়ে রণাঙ্গনে ছুটে,
ঐ দেখ আজ বারুদ মাখা বক্ষ নিয়ে শহীদান ছুটে।
উড়ায় নিশান বীরের বেশে কে সে এবার রুখে
বিশ্ব যে আজ তাকিয়ে আছে তালেবানের দিকে।
জালিম শাসকরা নিস্তব্ধ হয়ে আঙুল দিল মুখে
ছাড় পাবে না জালিমরা আজ ক্ষিপ্ত মাজলুমান,
দেখ আজ জাগছে আফগান জাগছে মাজলুমান।


রচনাকালঃ২৯/৮/২১ই