পাষাণী
আলী আমজাদ আল আজাদ


তোমাকে দেখার পরে, জাগিল বুকে ঝড়,
স্বপ্ন দেখিলাম রচনা করিব, সুখের বাসর।


ছাড়িয়া লোক লজ্জা, যত ভয়-বাঁধা, সংশয়,
ছেড়েছি ধন-দৌলত, তোমারে করিতে জয়।


ত্যাগেছি আত্মার-আত্মীয়, রক্তের যত বাঁধন,
মায়াবিনী তোমার প্রেমে, সপিলাম দেহ-মন।


দিবা নাই, রাত্রি নাই, প্রতীক্ষার প্রতি বারমাস,
হৃদয়ের উর্বর ভুমিতে, শুধুই তোমার স্বপ্ন চাষ।


দিন যায়, রাত যায়, হৃদয় গহীনে বাড়ে হাহাকার,
চাতক পরাণে, জাগ্রত আশা, তোমাকে বুকে পাবার।


ভুল সবি ভুল, রাখনি এই হৃদয়ের মান,
ভাঙ্গিয়াছ স্বপ্ন প্রাসাধ, প্রেম করি অপমান।


কি ছিল তোমার চাওয়া, বুঝিনি আমি কভু,
আমি মিথ্যে প্রেমে মুগ্ধ হয়ে, ভালবেসেছি তবু।


আঁখিতে তোমার ছলনার হাঁসি, ছিলে হৃদয়হরিনি,
দাওনি আমার মনের মূল্য, তুমি যে বড় পাষাণী।।