পর্দা করো
আলী আমজাদ আল আজাদ
_________//
এইযে আপু বলছি তোমায়
শুনছো আমার কথন,
তুমি মানব চিত্তানন্দ
হিরক মুক্তা রতন,


দামটি তোমার জেনেও তুমি
কোন সে পথে চলছো আজ
কেন তুমি হচ্ছো বিলীন
করছো অঙ্গ রঙ্গসাঁঝ?


পর্দাবিহীন চলে কেন
হচ্ছো বাজার পণ্য,
মর্যাদা তো পাচ্ছো না বোন 
হচ্ছো যে নগন্য,


তোমরা যদি বোরকা পরো
কেউ নিবে না পিছু
রাস্তা ঘাটে নোংরা পোলা বলবে না তো কিছু। 


নিজকে কেন করছো বিলীন
একটু সুখের লোভে
সুখটা তো না পাচ্ছো তুমি
দিচ্ছো জীবন ক্ষোভে,


ছাড়ো এসব আধুনিকতা
কুরআন- হাদিস্ জানো
শালীনতার পথে আসো
পর্দা ফরজ মানো,


ধর্ম ছায়ায় আসোরে বোন
পর্দা করো সাথে
বেহেস্তেরই টিকেট পাবে
খাদিজা ফাতিমার হাতে।


তোমরা যদি হিজাব পরো
লাগবে অনেক ভালো
সবাই তোমায় বলবে মাশা-আল্লাহ
হও যদি তাও কালো। 


রূপের বড়াই করতে পারো
বোরকা হিজাব পরে
মান থাকিবে অনেক দামী
যদি থাকো ঘরে। 


বাজার-ঘাটে চললে তোমার
মান থাকিবে নিচু
খারাপ লোকে চোখ ঠাঁটাবে নিবে তোমার পিছু। 


তাই তো তোমরা পর্দা করো
আইন মানো ধর্মে
মরার পরে কাঁদবে সবাই
তোমার মন্দ কর্মে।