প্রার্থনা ৪
আলী আমজাদ আল আজাদ


হে প্রভু দাও শক্তি বেঁচে থাকার মত
সুহালে যেন পেরুতে পারি সামনে বাধা যত।
আসে যদি শত বাধা নত যেন না হয় শির
অটল থাকার সাধ্য দাও প্রভু গড়তে মহাবীর।


পুষ্পের মত যেন গন্ধ বিলাই সবিতার মত আলো
ধরণীর মাঝে পাই যেন করুণা আশিস যত ভালো।
জীবন গগনে না আসে কভু কাল বৈশাখীর ঝড়
কৃপা করে মোদের দান কর প্রভু যা কিছু কল্যাণকর।


তোমার তরেই সব শক্তি তুমিইতো অন্তর্যামী,
তাইতো তোমায় ত্যক্ত করি তোমার সৃষ্টি আমি।
অমঙ্গল চাই না, চাই মঙ্গল, নাও আছে যা জানা
স্রষ্টা তুমি মঞ্জুর কর, সৃষ্টির এ প্রার্থনা।