প্রিয় শাহে মাদিনা
আলী আমজাদ আল আজাদ
____________//
    প্রিয় মাদিনা মাদিনা ও প্রাণের মাদিনা
     তুমি আমার চোখের মণি নূরে মাদিনা।
    ও মাদিনা মাদিনা হে প্রিয় শাহে মাদিনা।
সব কিছু ভুলতে পারি তোমায় ভুলতে পারিনা
সব কিছু হারাতে পারি তোমায় হারাতে পারিনা।


তুমি আমার দেহের মাঝে দুচোখের পলক
তুমি আমার খুব প্রিয়জন দুচোখের ঝলক।
তুমি আমার প্রিয় নবীর সুখের বাসস্থান,
তুমি আমার হৃদয় দোলা প্রেমের উপস্থান।


তোমার পথে চলছে নবী পহর সন্ধ্যা নিশি
তোমার পথে নবীর কদম পড়ছে অহর্নিশি।
তোমার পথের ধুলাবালি,হলো খাঁটি ধুলা
তোমায় ভালোবাসি,যায় কি কখনো ভুলা।
      কি করে ভুলবো তোমায় বলোনা
      ও প্রিয় মাদিনা মাদিনা ও মাদিনা।


তোমার পথের ধুলাবালি আমার চোখের কাজল
তাই তো আমি অহর্নিশি তোমার প্রেমের পাগল।
   তোমার পথের ধুলাবালি লাগতো যদি গায়
   তোমার ন্যায় ধন্য হতাম জীবন বসুন্ধরায়।


তোমার পথের ভিক্ষুক কিংবা হতাম যদি কুকুর
সিজদায় লুটিয়ে খোদার কাছে করিতাম শুকুর।
তোমার পথে আনাচকানাচে হতো আমার মরন,
মাদিনার চিল শুঁকুনে ছিড়েখুঁড়ে করতো আহরণ


তোমার বুকে কে শুয়ে আছে জানো কি তুমি?
আরবের দুলাল মা আমেনার দুই নয়নের মণি।  দুধমাতা মাহালেমার বুক হৃদয়ের আদরে খনি
যাকে সৃষ্টি না করিলে তুমি কিংবা হতনা ধরণী।
তিনি হলেন তোমার আমার কামলি ওয়ালা নবী
দু-জাহানের বাদশা তিনি রহমাতুল্লিল আলামিন
     ও মাদিনা মাদিনা ও প্রিয় শাহে মাদিনা।
      তুমি আমার চোখের মণি নূরে মাদিনা।


রচনাকালঃ ১৮/৮/২১ইং
রাজাপুর ধর্মপাশা সুনামগঞ্জ