রাগ কুমারী
আলী আমজাদ আল আজাদ


ও! বুঝেছি।
রাগ করেছ?
মুখ করেছ ভারী?
আর রাগ না,
আর ধরে না আঁড়ি।


তোমায় নিয়ে
মেলায় গিয়ে
কিনবো সোনার চুড়ি।
বাজার হতে
এনে দিবো
তোমায় রঙ্গিন শাড়ি।


মেঠো ফুলে
সাঝিয়ে দিব
তোমার কানর দুল।
হলুদ সরষে
ফুলে তোমার
হবে নাকের ফুল।


নাকের নোলক
দিবো তোমায়
বাঁকাঁ চাঁদ দিয়ে।
তারার দেশে
ঘুরতে যাবো
আমি তোমায় নিয়ে।


মুক্তোর মালা
দিবো গলে
দুলবে দিনে-রাতে।
আঙ্গুল পারে
হীরের আংটি
বাজু থাকবে হাতে।


তোমার চোখে কাজল দিবো
মেঘের কালি এনে।
অষ্ট ধাতুর মল দিবো
নিতে হবে মেনে।


হলুদ গাঁদা
এনে দিবো
বাঁধতে তোমার খোপা
কাপড় কাঁচতে
রেখে দিব
তোমার জন্য ধোপা।