রক্তে কেনা স্বাধীনতা
আলী আমজাদ আল আজাদ


সাহসী বীর ছেলে যারা
স্বাধীনতা আনলো তারা
দিলো অনেক প্রাণ,
            সেই স্মৃতিটা ফিরে দেখি
            হৃদয় মাঝে লিখন লেখি
             শুঁকি আজও ঘ্রাণ।


কতো-মায়ের বুকটা খালি
বৈরী দলের হাতের তালি
আমরা অপমান,
           বে-ইজ্জতে কতো নারী
           অশ্রু ঝরে চোখে বারি
           গেলো কত জান।


ওগো স্বাধীনতা তুমি
দিলে বাংলা জন্মভূমি
তুমি যে তার মূল,
              দুচোখ মেলে স্বপ্ন দেখি
              সবুজ বুকে মাথা রাখি
             বাঁচার দিলে কূল।


ওগো মহান স্বাধীনতা
ভুলবো না তোমার কথা
তুমি সুরের তান,
            তুমি ছিলে পরের হাতে
            আনলাম কেঁড়ে রক্তপাতে
            এইতো প্রভুর পরম দান।