রঞ্জিত রাজপথ
আলী আমজাদ আল আজাদ


আমার রক্ত রঞ্জিত হয়ে রাজপথ হলো লাল
জীবন যাবে জেনেও আমি দেইনি ছেড়ে হাল।
বাংলা মায়ের সন্তান আমি সাহসে বুক ভরা
জন্ম থেকেই শিখে গেছি দেশের তরে লড়া।


তাইতো ভীতি পেছন ফেলে ছুটেছি সেই দিনে আন্দোলনে নাম লিখিয়ে নামছি কাফনবিনে
দেশ ও ভাষার জন্য লড়ার করেছি এক পণ
তাই করেছি বায়ান্ন-তে ভাষার আন্দোলন।


আমার ভাষা শ্রেষ্ঠ ভাষা রাষ্ট্র বাংলা হোক
এই দাবীতে নামছি মাঠে আমরা সকল লোক
সবার মুখে এক-ই আওয়াজ বাংলা মোদের চাই এই অধিকার ছাড়া মোদের চাওয়ার কিছু নাই।


দাবি মোদের না মানিয়া করলো উল্টোঘাত
বুকটা ক্ষত ছাড়লো করে বুলেটের আঘাত
মরলো আমার সহযোদ্ধা রফিক ও জব্বার
বরকত ও সালাম মরিলো পায়নি তারাও ছাড়া।