স্বাধীনতা কাকে বলে!
আলী আমজাদ আল আজাদ


স্বাধীনতা
লাখ মানুষের রক্তের বিনিময়ে '
স্বাধীনতা নামক শব্দ এনেছিল "
কিন্তু আজো জানতে পারিনি "
দেখতে পারিনি স্বাধীনতা কি
জানতে পারিনি স্বাধীনতা কাকে বলে।


আজো রাস্তার ধারে খুন হয় মানুষ।
আজো পড়ে থাকে নির্যাতিত নারী।
আজো মানুষ ঘর থেকে হাড়িয়ে যায়।
আজো মোদের স্বাধীনতার শব্দটা '
বইয়ের লাইনগুলোর সাথে সোভা পায়।
আজো স্বাধীনতার রুপ দেখলাম না।।


জানলাম না স্বাধীনতা কেমন হয়।
আজো মায়ের বুকে কণ্যা ফিরে না '
ফিরে তার লাশ "
রক্তাক্ত , ছেড়া জামা "
আর পশুর আচরে ক্ষত বিক্ষত।
এটাই কি স্বাধীনতা?


নাকি স্বাধীনতাটা অন্য কিছু "
স্বাধীনতাটা দেখতে কেমন?
বড্ড দেখার স্বাদ জাগে।
ছোয়ার স্বাদ জাগে অন্তর দিয়ে।।
স্বাধীনতার একটু পরশ।।
স্বাধীনতা তুমি দেখতে কেমন??


লাল "সবুজ "না ঐ নীল আকাশের মত?
আজো তোমার অপেক্ষায় '
পথচেয়ে আছে বৃদ্ধ মুক্তিযোদ্ধার চোখ।
নিপীড়িত তরুণীর চোখ "
গরীবের চোখের পানি "
আর পুঁজিবাদে পিষ্টহওয়া সমাজ।
তোমার অপেক্ষায় হে স্বাধীনতা।


তুমি আসবে কবে এই বাংলায়।
তুমি দেখা দিলে না।
তাই তনুরা আজ নির্যাতিত '
তনুর লাশ আত্বচিৎকার করে '
জানতে চায় তুমি কোথায়?
তুমি কোথায় হে স্বাধীনতা???


তোমাকে খুজি হে স্বাধীনতা
এই শহরের গলিতে গলিতে "
শ্রমিকের ঘামের ফোটাতে "
যা পুঁজিবাদের করাল অত্যাচারে "
আজ মিশে যায় চোখের পানির সাথে।