শান্তির ধর্ম
আলী আমজাদ আল আজাদ
___________//
দেখো, শান্তির বাণী লইয়া ধরাতে আসিয়াছে যেই ধর্ম,
তাহারে লইয়া যত পাপি জনে করে কত অপকর্ম।


মুসলিম নামে লেবাস নিয়াছে, খোদারে গিয়াছে ভুলি,
তাদের পাপের বোঝায় পড়িছে ইসলামে চুন-কালি।


জানো, ইসলাম কহে সাম্যের গান ধরি,
একই পিতার একই মাতার জগতের নর-নারী।


স্রষ্টার কাছে মানুষে মানুষে নাই কোনো ব্যবধান,
সকলের যিনি, সকলেরে তিনি করিলেন সম্মান,
হোক সে হিন্দু, মুসলিম কিবা বোদ্ধ বা খ্রিষ্টান।


 
কেমনে শুনিবো বসি,
যখন নিন্দুক কহে ইসলাম নাকি পুরুষেরে দিল বেশী।


বুঝিয়াছো তুমি ছাই,
বিবেক তোমার খাটাও তুমি দেখিতে পাইবে ভাই।


কোথাও পাইলো পুরুষে বেশি, কোথাও পাইলো নারী,
দিনের অন্তে দেখো তারা পেল সমান সমান করি।


আল্লাহর কাছে নারী কি পুরুষ সবাই সমান মানি,
তিনিই জানেন কোথায় কাহার দরকার কতখানি।


নাক সিটকাও যাহারা মোদের কহিয়া মৌলবাদী,
তোমরা কি কভু পড়িয়া দেখেছো ইসলামী বিষয়াদী?


ন্যায়ের পাল্লা, দয়া-ক্ষমা আর সাম্যের জয়গান,
ইহারাই তো ইসলামী নীতি, শরীয়তের প্রান।


এই সব নীতি ছাড়িয়া যাহারা লইলো আপন নীতি,
তারাই করে খোদার অসম্মান হয়ে মুসলিম জাতি।


বন্ধু,
সন্ত্রাসী বলে কেন দাও গালি, কেন কও যুদ্ধবাজ,
দেখনি কভু কোরান খুলিয়া, দেখিলে পাইতে লাজ।


আল্লাহ কহেন,
বিনা কারনে লয় যদি কেউ মানুষের এক প্রান,
কবজ করিলো যেন সে পুরো মানবজাতির জান।


আর যদি তুমি বাঁচাও কোনো মানুষের সন্তান,
হোক সে সাদা কিংবা কালো হিন্দু বা খ্রিষ্টান,
রক্ষা করিলে যেন তুমি গোটা মানবজাতির প্রান।


নিরিহ মানুষ মারিয়া যাহারা জিহাদের কথা কয়,
বোমা হামলায় নির্বিচারে শত শত প্রান লয়,


তাহারা কভু করে নি জিহাদ, নয় তারা বিশ্বাসী,
মুসলমান তো লড়াই করে মানবতা ভালবাসি।


হিন্দু কিংবা মুসলিম যে ন্যায়ের জন্য লড়ে,
মানো বা না মানো সেই সত্য জিহাদ করে।


জিহাদ মানে তো রুখে দাড়ানো অন্যায় অবিচার,
সংগ্রাম করা, লড়াই করা, পাই যেনো অধিকার।


তাহাদের তরে বলি,
যাহারে ঘৃণে দ্বীন-ইসলামে নারীদের কথা তুলি।


ইসলাম নাকি নারীদের রাখে ঘরেতে বন্দী করে,
নারীরা নাকি অধিকার আর স্বাধীনতা খুজে মরে!


বলি, দোষ দিব কারে?
মোদের নারীরা পুরুষে শুধায়, দিয়াছে কি খোদা তারে।
নিজেরা কভু পড়িয়া দেখেনা কোরান-হাদীস-ফেকা,
অধিকার তার চৌদ্দশ সাল আগে হয়েছে লেখা।


মোদের পতিরা ‘কিয়োমা’ পাইয়া ভাব ধরি বসিয়াছে,
নারীরা বুঝি তাদের সেবিতে পৃথিবীতে আসিয়াছে।


কোরানের ভুল ব্যাখ্যা করিয়া নারীদের যারা করে শোষন,
তাদের খেলা ভঙিবে যবে নারীরা করিবে জ্ঞান অর্জন।


যাহারা কহে মোদের নাকি দয়ামায়া কিছু নাই,
চোরের হস্ত কাটিয়া আমরা বড়ই মজা পাই,


তাহাদের কাছে দাবি,
শুনো, মোদের শিখাইয়াছেন নবী,


চুরি সে কেন করিল তাহা, আগে জানিতে চাও,
অভাবে পড়িয়া করিয়াছে চুরি? তাহারে ছাড়িয়া দাও।


পেশাই যাদের চুরি করা আর অভাবী যাহারা নয়,
তাদের কেমনে রুখবে, কিসে শাস্তি তাদের হয়?


জানো, আরবে একবার আসিয়াছিল দুর্ভীক্ষ ভীষন,
খলিফা ওমর হাত কাটিতে করিয়াছিলেন বারন।


ধর্মের লাগি মানুষ নহে, মানুষের লাগি ধর্ম,
ধর্ম দেখায় শান্তির পথ, ধূলিরে বানায় স্বর্ন।


তাহাদের ঘানি মোরা কেন টানি যারা ধর্মের নাম বেচে,
নিজেদের ভিটা গড়িয়া তুলিছে মানুষের খুন সেঁচে।


এমনি করিয়া শত অভিযোগ নিত্য যাহারা করে,
তাহাদের বলি মাতারে কেন দোষো সন্তান তরে?


ইসলামী নাম রেখে যারা করে অনৈসলামি কাম,
তাহাদের পানে দেখ না বন্ধু, শুনো মোহাম্মদের নাম,
তাহাতেই খুজে পাইবে তুমি আল্লাহর ইসলাম ।।


রচনাকালঃ ১২/৭/২০১৭