শাসন নামে শোষণ
আলী আমজাদ আল আজাদ


শাসন নামে শোষণ করে শুধুই করে অত্যাচার
দুঃখ যাদের নিত্য সাথী তাদের শুধু হয় বিচার।
নিষ্কলংক মানুষগুলো হতাশায় দিন গুনছে
চক্রকারীর চক্রজালে তারাই কেবল ভুগছে।


ক্যাডার ভিত্তিক রাজনীতি করছে ভবে যারাই
লুটতরাজি, চাঁদাবাজী জন্ম দিচ্ছে তারাই।
মানবরূপী দানবগুলো বসে আসন জুড়ে
মরণ শেষে খোল পিটিয়ে খাচ্ছে মগজ কুরে।


আমরা তো নই স্বৈরাচারী নইতো চাঁদাবাজ
দ্বীন কায়েমের নির্ভিক সেনা গড়তে আল্লাহর রাজ।
জগৎ জুড়ে রয়েছে মোদের সুখ্যাতি-সম্মান
লক্ষ প্রাণের মুক্ত আশা আহলে সুন্নঃওঃজাঃ নাম।


তবুও কেন জেলখানাতে মোদের নেতা দ্বীনী ভাই
চাইলে রক্ত আরো দেব বিনিময়ে মুক্তি চাই।