শীতের সকাল
আলী আমজাদ আল আজাদ
------------////
সোনা নয়, রূপা নয়; জ্বলে ঝিকি-মিকি,
বিন্দু বিন্দু শিশির কণা চেয়ে চেয়ে দেখি।
শীতকালে প্রাতঃ সকালে হিমেল অনুভূতি,
জানালার ধারে থরথরে কাঁপে প্রজাপতি।


ভোরে পাখি ডাকাডাকি কলকাকলি রবে,
রাঙা রবি উঠবে কখন বের হবে সব তবে।
সূর্যের আলো ঝলমলো যায় সেও ফিরে,
ধোঁয়া ময় কুয়াশায়; রেখেছে তারে ঘিরে।


গাছি ভাই মাঠে যায় শীতে কাঁপা ভোরে,
খেজুর রস নিয়ে আসে কুয়াশার ঘোরে।
কেউ বানাই গুড় আর কেউ রসের পিঠা,
নতুন গুড়ে পাটালি গড়ে খেতে বড় মিঠা।


সনে সনে পৌষ মাস আবার আসে ফিরে,
কন কনে শীত আর কুয়াশায় থাকে ঘিরে।
ভন ভন করে মৌমাছি দল সরিষার ফুলে,
ডালা হাতে কিশরিরা সরিষা ফুল তোলে।


বনে বনে পাখির ঝাঁক গেয়ে যায় গীত,
ক্ষণে ক্ষণে বয়ে বায়ু হাড় কাঁপানো শীত।
ঝিরঝিরে কুয়াশা ঝরে সবুজ দূর্বা ঘাসে,
সূর্য মামার রাঙা জামা দেরী করে ভাসে।