শবে ক্বদর
আলী আমজাদ আল আজাদ


অপুর্ব এক রাত্রি আজি অপূর্ব এক শোভা,
আকাশ মাঝে ফুটলো যেন অনিন্দ্য এক প্রভা।
রহমতেরই বাতাস বহে মৃদু মন্দ বেগে,
জুড়ায় তনু মন-প্রান তার শীতল পরশ লেগে।
ফুল পাখি গাছ, সাগরের মাছ, ফল ফসলের মাঠ,
নীরবে দাড়ায়ে প্রান খুলে যেন তসবীহ করিছে পাঠ।
তুষারের মত ঝরিয়া পড়িছে বৃষ্টির মিঠা জল,
ছড়িয়া পড়িছে সৃষ্টির শোভা কুসুমের পরিমল।
অপরুপ এক শান্তি যেন এলো হতে জান্নাত,
মন কহে আজি পবিত্র সেই শবে ক্বদরের রাত।
দয়ালু প্রভু কাছে ডাকে তার সকল মাখলুকাতে,
চাহিলে তাহার দরবারে কেহ ফিরবেনা খালি হাতে।
হাত তুলে তাই করছি দোয়া দয়ালু রবের কাছে,
ক্ষমাশীল তুমি, ক্ষমা করো মোরে, যত গুনাহ মোর আছে।।