সুরা আছর
আলী আমজাদ আল আজাদ
(‘আশ্রয় চাহি আল্লাহর,যেন শয়তান দূরে রয়,
শুরু করিলাম আল্লাহ্‌র নামে,পরম করুণাময়’)


সময়ের শপথ,
ধ্বংস গ্রস্ত সকলের পথ।


ব্যতীত তাঁরা,
ঈমান এনেছে যারা।
আর,যারা লিপ্ত সদা সৎ-সত্য কাজে,
যারা আছে সদ্য ধৈয্যর মাঝে।


( অনুবাদঃ সুরা>আল-আছর )