তুমি কি চিন্তা করো না?
আলী আমজাদ আল আজাদ


এই পৃথিবীর জীবন শেষে তুমি জাগিবে মানব হাশরে;
তুমি কি চিন্তা করো না কভূ মৃত্যু যে আসিবে দুয়ারে?


তোমাকে যে দাঁড়াতে হবে তখনি
ওই মহাদিবসে ডাক পড়িবে যখনি।
আল্লাহ’র সম্মুখে জবাব দিতে হবে তোমায় বিচারে-
ওইদিন আসবে যখন তোমার কিনারে।
রিক্ত বিদায় হয়ো না ওহে মানব ওইপারে-


হও যদি পাপাচারী ধরণীর বুকে তুমি সিজ্জীনে
সব আলমনামা জেগে উঠবে বিচারের ওইদিনে!
এ বড় নিষ্ঠুর লিপিবদ্ধ্ খাতা-
সাক্ষী হয়ে দাড়াবে ওইদিন সেথা
মিথ্যারোপকারীদের ওইদিন দুর্ভোগ নরকের পরশে
ওহে পাপীষ্ঠ্ সীমালংঘনকারী জ্বলিবে অগ্নির হরষে।


ফিরে এসো চিনে হাশরের ধন
পূঁজি করে নেও যা প্রয়োজন ।
মৃত্যুর ডাক যখন আসিবে দুয়ারে-
প্রভূর করুণা মুক্তি দিবে তোমারে
প্রিয় নবীজির মতো গেয়ে যাও বিধাতার গান-
হে মানব! প্রতিদান দিবেই দয়ালু মেহেরবান।


এই পৃথিবীর জীবন শেষে তুমি জাগিবে মানব হাশরে;
তুমি কি চিন্তা করো না কভূ মৃত্যু যে আসিবে দুয়ারে?