একটা  সশস্ত্র বিপ্লবের মহানায়ক
কুচকাওয়াজে কুচকাওয়াজে নরক  আনে তার সৈন্যদল
বোমারু বিমানের তান্ডব নৃত্যে কাঁপে আরশের শতদল
মেরিন সাইরেনের তুমুল নাদে হাঁসফাঁস করে সব সাইক্লোন


অথচ আজ সব থেমে যাবে
কুচকাওয়াজে চলবে না কোন পা
বোমারু বিমানে আজ আর ঊড়বে না
নৌবহর থেমে যাবে সাগরের ঠিক মাঝখানটায়


মহানায়কের ঘুম ভেঙ্গে গেছে
স্বপ্নটাও দেখা শেষ হয়ে গিয়েছে
সৈনিকেরা সব  ব্যারাকে ফিরে গিয়েছে
দুঃসপ্নটা এখন দেখা হবে শুরু
ইউনিফর্ম আর বোমা বারুদের বোঝাটা শরীরে নিয়ে।