শোন যদি আমার কথা দেবো তোমায় স্বাধীনতা
পাবেই শত আদর মমতা মন ভুলানো উদারতা ।।


মনে তোমার যাহা চায় উড়াইও ইচ্ছে নাটাই
চলিতে কোথাও বাঁধা নাই বলিতেও নিষেধ নাই
ছায়া পাবে তেল মাথায় সাথে উদার নির্ভরতা ।।


পথে পথে হাত উচিয়ে স্যালুট দিবে শতজনে
শুন্যে ভেসে চলবে শুধু আমার করুনা গুনে
বাঘ সিংহ কাঁপে ভয়ে দেখবে তোমার দাম্ভিকতা।।


আমিই মাঝি আমিই কাজী স্রোত চলে অনুকুলে
এই জীবনে শত পথে কতজনে পড়লো পদমূলে
চুন থেকেই পান খসিলে কাঁদবে দেখে নির্মমতা ।।


১৮-০১-২০১৭,
SCM, Labaid.
(১ম দিন)