বাঁকা ঠোঁটের রাঙ্গা রঙে,গোলাপ ভেসে উঠে ,
তাই দেখে হৃদয় আমার,বধুর পায়ে লুটে ।।


বধূর ঠোঁটে উঠলো ভাসি,
নতুন চাঁদের বাঁকা হাসি,
তাই দেখে ফিরে আসি,সকল বাঁধন টুটে ।।
বাঁকা ঠোঁটের রাঙ্গা রঙে,গোলাপ ভেসে উঠে ,
তাই দেখে হৃদয় আমার,বধুর পায়ে লুটে ।।


ঠোঁটের রূপে মুগ্ধ আঁখি
মুগ্ধ আমার মন পাখি
সারা বেলা পাশে থাকি যতই নিন্দা রটে ।।
বাঁকা ঠোঁটের রাঙ্গা রঙে,গোলাপ ভেসে উঠে ,
তাই দেখে হৃদয় আমার,বধুর পায়ে লুটে ।।