ছন্দ:স্বরবৃত্ত-৪+৪+৪+২


গান কবিতা শুনে শুনে দিনের শেষে রাত যায়
পাগল মনে ভোর বেলায় হিসাব মিলাই টালি খাতায়।।


হাতিরঝিলে হেঁটে হেঁটে কষ্টের ঢালি ভরে
মধ্য রাতে শূন্য হাতে ফিরি আপন ঘরে
খরচের জের আঁচড় কাটে মনের সাদা পাতায়।।


হালখাতার ‍দিন সামনে এলেই কপালে হাত যে পড়ে
দেনা পাওনার হিসাব আজও বুঝিনি ভালো করে।


দিনে দিনে গুনে গুনে বর্ষপাতার শেষে
সমাপ্তি এক রেখা টানি অশ্রুসজল বেশে
মহাজনের দেনায় থেকে দোল খাই দাঁড়ি পাল্লায় ।।