অনেক বছর পরে এলে এতদিন কোথায় ছিলে
কখনো কেউ না বলে এভাবে যায় আড়ালে?।।


পথে ঘাটে খোঁজে খোঁজে কেটেছে শত প্রহর
কেঁদে কেঁদে চোখের জলে ভাসলো দুঃখ নহর
আজো জানিনা কেন সেদিন আমায় তাড়ালে।।


অবশেষে এলে মরু বুকে বৃষ্টি হয়ে
পায়ে দলা দূর্বা ঘাসে দিলে প্লাবন বয়ে
অভিমানের লজ্জা ভুলে আজকে হাত বাড়ালে।।


( কয়েকদিন আগে Roksana Habib Lubna এর ওয়ালে আস্থায়ীর ভাবটি মন্তব্য হিসাবে লিখেছিলাম। লেখার সময় মনে হলো যে খেলাটি একটু বড় করলে হয়তো একটা গীতিকবিতা হবে।তাই আজ লিখেই ফেললাম। ধন্যবাদ Roksana Habib Lubna।সেই সাথে কৃতজ্ঞতা। লেখাটি উৎসর্গ Roksana Habib Lubna।।)