রত্নার ভাবনা বারবার ফিরে
আসে হৃদয় গভীরে
কিযে রতন লুকায়ে রেখেছো
তোমার মনের মাজারে।।


তুমি মিশে আছো আমার
সুনীল আকাশ জুড়ে
আমিও তাই স্বপ্ন সাজাই
বাঁচি দিগন্তের অম্বরে
সুখের ভেলায় ভেসে বেড়ায়
আলোর মেলার অন্তরে ।।


পূর্ণিমার চাঁদের টানে সাগর
ভাসে ভরা জোয়ারে
রতনে মানিকে অথৈই জলরে
নিশ্চিন্ত তোমার নোঙরে
সেই জোয়ারে বিনা ডরে
তরী ভরি মণিহারে ।।


তুমি শ্রাবনের অলস দুপুরে
রিমঝিম বৃষ্টি ধারায়
পাগল করো উদাস করো
তোমাতে আমি হারায়
হারানো সব খোঁজে পায়
তোমার হৃদয়ের করিডোরে ।।