রিক্ত হাতে ফেরত গেলেও তবু এসেছি
তোমাতে চির বিলিন হতে
দিও তোমার অচল শিরা উপশিরায়
নৃত্য থামা ধমনি মাঝে চলার ঠাঁই,
নতুন করে র্সূয্যালোর নিশানা থেকে
শিশির দল আড়াল করে প্রাণের আলো
দেখাতে চাই।
দু'চোখ বেয়ে গড়িয়ে পড়া রূপোর কণা
অশ্রুধারা থামিয়ে দেবো
ভালোবাসার প্রলেপ মেখে ভেজা নয়ন
মুছিয়ে দিয়ে যত্ন করে নিকটে নিয়ে
বিছিয়ে দেবো ফুল চাদর,
তুমি আমায় দেবে কী ওগো দিবে একটু
অথবা বেশী নিত্য দিন
মূল আদর ?