আকাশ রোদ মাথা উচু
তোমার জানালায় লাল ঠোটের ফোয়ারা ।
তোমার নিচে দাড়িয়ে আমি মাথা উচু করি ,
তুমি বাড়ছো ধীরে ধীরে তোমার শরীরে ।
তোমারাই প্রতিনিধী এ শহরে ।
ইট কাঠে গড়া তোমার শরীর ,
হাজার বছর করেছো ধারন,রয়েছো স্থির ।
কিছু শব্দ তোমায় নিয়ে ,
কত স্নৃতি তোমার গায়ে ,
কত জীবন করেছো ধারন ,
কত চোখ জল ফেলেছে,তোমার কোলে বসে ।
তোমরাই প্রতিনিধি এ শহরে ।
কত অবহেলা সহ্য করে ,
কত প্রতিবাদী ভাষা ,কত দাবী ,
বুকে নিয়ে রয়েছো দাড়িয়ে
সকাল দুপুর রাত ও ভোরে ,
অলি গলির মোড়ে মোড়ে ।
তোমরাই প্রতিনিধি এ শহরে ।
কত অচেনা ফড়িং রোদের আলোয় আশ্রয় নিলে,
রেখেছো তারে বুকের ভেতর
হিংসা বিদ্বেষ ভুলে ।
অচেনা মেঘ ভেসে এসে
ভিজিয়ে দিলে ,
জল মেখেছো শরীর জুড়ে
ক্লান্ত হও নি ভুলে ।
তোমরাই প্রতিনিধি এ শহরে ।