একে একে সবাই চলে গেল,
দূরত্ব বাড়ছে সময়ের সাথে সাথে।
যার যার হাতে তার তার স্বার্থের ঝুলি
কারো কারো ঝুলিতে সপ্নের মৃতদেহ ,
সাথে আমারও।
কিছু উচ্চবিত্ত আশা ,কিছু নিশ্চিত নিরাপত্তার লোভ
আর কিছু মোহ দূরত্ব বাড়িয়ে দেয় ।
আমাকে পাপি বানায়।
এই খুনিদের মাঝে আমি বেমানান ।
ওরা খুনির মতো দেখতে নয়
কিন্তু খুন করে হরহামেশাই ,
খুন করে খুশিতে থাকে ।
আমাকে নষ্ট করে ,
নিক্ষেপ করে গভীরে ।
আমি নামতে থাকি ,পরতে থাকি
সময় যায় ,আমি আরও দ্রুত নামি ,
আমি শিতল হই ,
কারন আমি বেমানান ।