কিছু বিষ মাখানো আলো জানালা ভেঙ্গে ঘড়ে ঢুকলো ।
নতুন আলোর আশায়
চোখ খুললাম ,
সপ্ন ভাঙ্গলে দেখি
সময় হয়ে গেছে ,
এবার তবে যাই ,
নামতে হবে রাস্তায়।
রাস্তার একেবারে ধার ঘেঁষে হাটি আমি
আমি ভীতু ,
দায়িত্ব আমাকে ভীতু বানিয়েছে ।
রাস্তার মাঝখানে যাই না
ওটা তো বেশ্যাদের দখলে ,
যাদের দেহ ব্যবসায়
লাল হয়েছে
আমার বোন ,মা ,বাবা ,ভাই ।
আমি আলো খুজি,
সেই আলো ,
যার আশায় আমার স্বপ্ন ভেঙ্গেছে ।
আমি যে জানালা কে কথা দিয়েছি ?
তার জন্য নিয়ে আসবো মুক্ত আলো ।
আমি ঐ বেশ্যাদের চোখের দিকে তাকাই না
তারা হিংস্র ,তারা পোড়াতে পারে কারো শরীর ,
কারো স্বপ্ন ,কারো ভবিষ্যৎ ।
ঘরে ফিরলে জানালা আমাকে উপহাস করে ,
কারন আমি ভিতু ।
তবুও আমি চোখ বন্ধ করি
নতুন আলোর আশায়, মুক্ত আলোর আশায় ।।