আপাদমস্তক বিশ্বাসের ধার কমে গ্যাছে,
সর্বাঙ্গে কাঁটাতার!
নিয়ন বাতির হলুদ রোগে আক্রান্ত মানুষ,
রাস্তার খানাখন্দ দেখে না চোখের কোটরে!
মাছের মতো বোকা হয়ে ওঠা বুদ্ধিমান মানুষ,
বর্শি ছিঁড়ে ডুবতে চায় অহংকারের প্রলোভনে!


আপাদমস্তক ক্লান্ত- অনুজ্জ্বল ভোর!
অতঃপর,শিশির মাটিতে পড়ে গিয়ে ভাবে,
ঘাসের জীবনে একটা বিন্দু হয়ে থাকাই ভালো ছিল!