বিপর্যস্ত আমার ইচ্ছেগুলো দণ্ডপ্রাপ্ত-,
আমি ওদের সাথে একান্ত আলাপ করি-
ফাঁসিতে না ঝুলিয়ে বিচারক ওদের বাঁচিয়ে রাখল,
নির্যাতন-নিপীড়নে
আমার ভেতরে বাঁচিয়ে রাখলাম!

বিচারক আমার মৃত্যু লিখে রেখেছিল জন্মের আগে।
জন্ম থেকে ইচ্ছেগুলোর মৃত্যু দেখায়
বারবার ওদের শোকের ব্যবস্থায় তার নিকট দায়গ্রস্ত হই!
বিচারক ইচ্ছেগুলোকে স্বপ্নের কারাগারে বন্দি করে দিলেন,
স্বপ্নের ভেতর ইচ্ছেরা জীবন ফিরে পেল।
একটু একটু করে ধৈর্য্যের উপসংহার তাতে যোগ হলো-
বুঝলাম,
এই বিচারকের রায় কখনো ভুল হতে পারেনা-!