স্থানচ্যুত শুন্যস্থান হওয়ার পর,
''ঘুম''
স্বপ্নের অভাবে মরে গেলো চোখে!
''দীর্ঘশ্বাস''
রাতকে বিশ্বাস করায় আঁধারের বুকে জন্ম তার!
তুমিও সরে গেলে,
যেমন দূর্ঘটনা দেখে আফসোসে সবাই বলে,
সরে যেত যদি!
কিংবা আগুনের আঁচ পেলে তৎক্ষণাৎ সরে যাওয়া হাত!


আমি জানলাম,
ঘাতকেরা সবার আগে বিশ্বাস অর্জন করে,
জানলাম,
মোম না পুড়লে আকাশে সুন্দর হয়ে ধরা দেয়না ফানুস!
অতঃপর,
আমিও দূর থেকে দূরত্বে,
যেমন ইচ্ছে থাকলেও দূরে থাকার দায়ে
জানাজায় থাকেনা আপন মানুষ!
কিংবা দূরত্বের এতটা কাছে,
যেমন দুঃখ লিখতে বিসর্গ চিহ্ন শুন্য হয়ে থাকে
একে অপরের কাছাকাছি!