তুমি কি জানতে না,
ফেলনা স্বপ্নগুলো কে কুড়োয়?
বকুলের ঘ্রাণে কার ভেতরে জাগে নীল দীর্ঘশ্বাসের নদী?
সে নদীর এত কাছে ক্যানো আসো সাঁতার না জানা মেয়ে?  


তুমি কি জানতে না,
ভালোবাসা মৃত্যুর দীর্ঘ স্রোতের অপেক্ষা,?
মানুষের ভীড় ঠেলে কোলাহল বুকে বাঁচে একা?
জানতে না ,থাকার প্রেমে যত্নে আঁকা বিশ্বাসের ঘাস বুনে,
একবিন্দু শিশির সমস্ত রোদ শুষে সূর্যকে পোড়ায়!


জানি,তুমি জানতে-
কবরের পাশে নিমের তিক্ত পাতার খোঁজে মানুষ আসে,
আমার খোঁজে অন্তত তুমিও আসো, তুমিও আসো!