কাগজের ফুল সুরভিত হয়নি,
বেশ্যার কপালে অসহায়ত্বে ভিজেছে রক্তাক্ত পাপড়ি!
চাঁদমুখের ভাষা শোনা হয়নি,
কাগজকুড়োনির বস্তায় মিলেছে স্বাধীনতার নষ্ট ঘড়ি!
পৃথিবীটাকে ঘুরে দেখা হয়নি,
সাহসী সূর্য আঁধারের পেছনে ছুটছে!
মরুভুমির উত্তাপ বোঝা যায়নি,
ভিখারির থলেতে ঈগলের চোখ ওঁত পেতেছে!


বালির সমুদ্র আঁকা হয়নি,
জন্মগত কাঁটার শরীর ক্যাকটাসের!
বটগাছের ছায়ায় বসা যায়নি,
বয়সের পদবী প্রয়োজন হাপিত্যেশ পথিকের!
কুঁড়েঘর বানানো হয়নি,
ঘাসফড়িং উড়ছে রঙিন প্রজাপতি হওয়ার স্বপ্নে!
ঝরা পাতায় লেখা যায়নি,'
খড়কুটো ফেলে গ্যাছে পরিযায়ী পাখির দল খুব যত্নে'!
প্রকৃতির কাছে আসা হয়নি
সবুজ সুতো ক্ষয়ে গ্যাছে সন্ধ্যার আচলে মুছে মাথা-,
স্মৃতির আগুন কমতে দেয়নি,
কুঁকড়ে যাওয়া শৈশবকে ঢেকে দিয়েছে নীল কাথা!


কাগজের ফুল সুখ ছড়াতে পায়নি,
আজন্ম অসুখ নিয়ে শোক বলছে 'একটু হাসি'
মানুষকে আর মানুষ হতে দেয়নি-
মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে জীবনকে দিয়েছে ফাঁসি!