কাছে এলে বাড়ে গুটিয়ে যাওয়ার স্বভাব,
কাছে এলে কেউ নেই কাছাকাছি,
শুন্য আঁধার ধরে ফেলি মুঠোয়-
রাত্রির নিস্তব্ধতা সহজে বলে 'কাছে আসি'!


কাছে এলে ডেকে বেড়ায় নিস্তেজ  গলা,
সুরের কাছে ছন্দ পাঠায় মনমরা কবিতা-
খুব কাছে আসি দূরত্বের অমোঘ যাত্রায়,
অবাধ্যতা পাশে বসে বাড়ায় অসুখের ব্যথা!


কাছে এলে,
মরা ঘাস প্রাণ ফিরে পায় শিশিরের এক বিন্দু জলে,
নিরাপদ আশ্রয়ে বেদনা চলে যায় তার কাছে,
পুরোনো ধুলো জড়িয়ে অপেক্ষিত পথ যায় বলে,
'পাশে হেঁটে যত চলি ছায়া তত ছোট হয়ে আসে'!