কিছুটা দুঃখ আমার জন্যে পেলে এমন কি হতো?
আমার দেয়া একটা দুটো ছেঁড়া ফুলের মতো,
পুরোনো নিঃশ্বাসে শুঁকে আর কিছুদিন মনমতো,
দীর্ঘশ্বাসে টেনে নিলে এমন কি হতো?


কি হতো একটু থেকে গেলে উদাসী ক্ষণে,
ভেজা মশালের গায়ে জ্বলে ওঠা অনলে,
শব্দ ঠেসে কবিতার ভেতর শুন্যতা খননে,
নিজেরে ঢাকতে অর্ধমৃত কবির বিবর্ণ মনে!


হয়তো ডাকলে গভীর অনুরাগে,
অপার্থিব অপেক্ষারা নিঃশব্দে জাগে,!
এখন আমাদের শুন্যতার জন্য
সবার আগে কষ্ট'রে লাগে!


হয়তো পারতে অলৌকিক আবেগে,
আকাশের কোণে মুছে যাওয়া শুভ্র মেঘে,-
ফিরতি চিঠি ঠিকানাহীন পাঠাই-
আমার তুমি থেকে গেলো তোমাকে ছাড়াই!
আমার তুমি থেকে গেলো তোমাকে ছাড়াই!