হঠাৎ বদ্ধ দরজায় আঘাত হানো,
টের পাই বুকের ঘর শুন্য!
বিপর্যস্ত আবেগের ভুলে অভ্যস্ত শোকে,
মরা পাপড়ির ঘ্রাণ!

হাড়ে ঝুলন্ত দুঃখের ক্যালেন্ডার
তুমি পাল্টাতে এসে অদৃশ্য ঝরে-
কেবলই রেখে গ্যাছো দীর্ঘশ্বাসের চিহ্ন!