আমার কুঁড়েঘরের জানালা দিয়ে,
দুঃস্বপ্নের স্থায়ী বাতাসে একা প্রদীপে নিভু নিভু স্বপ্ন জ্বলে-!
ভাঙ্গা ছাউনির ফুটো দিয়ে দেখা মেলে অর্ধ ঘোলাটে চাঁদ,
কঁচুপাতার স্থির জলে নিলামে তোলে বিশ্বাসী নীল জোছনা!
খোলসের আবরণ খুলে শপথ উঠে দাঁড়ায়,
আঙ্গুল তুলতে ভুলে যায় আমার নিস্ক্রিয় অধিকার!
প্রকাশের ভয়ে গুপ্ত অভিমান এককোণে বসে নিঃশব্দে কাঁদে
মায়ায় ডুবে চুপসে আসে আমার সমস্ত সবল স্বীকারোক্তি!


আমার কুঁড়েঘরে কিছুদিন আশ্রয় নেয় বিবর্ণ গোধূলি
দুঃসাহসী তুলির আঁচড়ে নিদারুণ মুছে দেয় বিকেল!
অন্যমনস্ক রঙে আঁকে সুদূর পালতোলা মেঘ-,
'ভাসাও জীবন,ভাসাও জীবন' কি ভীষণ গর্জন ওদের!


ভাসিয়ে দেই জীবন,অথচ কেউ খোঁজেনা আমায় মৃত্যুর পরে!
সত্যি বলতে আমার কখনো জায়গা হয়নি আমারই ছোট্ট কুঁড়েঘরে!