একটা বিকেল পেরিয়ে গেলো-
নির্ঝরা স্বপ্ন আমায় রৌদ্রছায়ায় অমলিন রেখে চলে গেলো!
আবারো অশ্রুরুদ্ধ ভাষার নির্বাক প্রতিদান হাসিল করলো মহাকাল!
আমি সাক্ষী রইলাম জীবন্মৃত মানুষদের সতীর্থ হবো বলে।
আমি সাক্ষী রইলাম অতল গহ্বরে বিকট চিৎকার শুন্যতার আদলে!
রঙিন বাস্তবতায় "লেনাদেনা" শব্দের অর্থ বুঝিনি সেভাবে।
মুকুট কিনতে রাজ্যহীন প্রতিপত্তির ঠেলাগাড়ি ঠেলি অভাবে!
ভালোবাসা কি ধরা দেয় এমন অধরা অযাচিত ভাবনার ঘাঁটিতে?
যুদ্ধে যুদ্ধে প্রাণ ভোমরা বাতাসের আয়ু খেয়ে, নিবে হঠাৎ মাটিতে!
কাছ থেকে যতটা দূরে,গভীরে অন্তরালে বসন্তকেই বুঝলে,
সপ্তসুর গলায় বেঁধে, আমায় আড়াল করে সঙ্গীতের ক্ষুব্ধ সুর খুঁজলে!