মা' তুই হাজার বৎসর বেঁচে থাক,
কলের ধারে পড়ে আছে আমার কাঁদামাখা কাপড়, একান্ত শৈশব-
লাউয়ের জাংলিতে ভ্রমরের উৎসব,ঝি-ঝি পোকার গান-
বেসুরো গলায় মধ্য রাতে পেঁচার ঝড়ের আহবান।
আঙ্গিনা ভর্তি প্রতিদিন তোর ধুলোর সংসার-
মাটির চুলোয় তুই ছাড়া কে আগুন জ্বালাবে আর?
ওদের তোকে ভীষণ প্রয়োজন মা,ভীষণ প্রয়োজন।


মা' তুই হাজার বৎসর বেঁচে থাক-
খড়ের বেদিতে চড়ুই পাখির বাসা বানাই,
পয়সা চুরি করে কেনা আমার রঙিন ঘুড়ি,কিংবা অচেনা লাটাই!
ছেঁড়া হাফ প্যান্টের পকেটে মার্বেল,যেন ছোট ছোট বাসনার ঝাপি-
আমার ছোট হাতের এক টাক্কর জায়গায় সমান সমান তোকে মাপি!
তুই বেঁচে থাকিস মা,এককোটি নক্ষত্রের হিসেব রেখেছি তোর আঙ্গুলে,
ওদের আলো ফিরিয়ে দেবো কিভাবে তুই আকাশের বুকে না তাকালে?
ওদের তোকে ভীষণ প্রয়োজন মা, ভীষণ প্রয়োজন!


মা'গো, আমি যদি না থাকি,হারিয়ে ফেলি আলো-
অনেকে বলবে ওপারে থেকো ভালো-
সৎকার শেষে সবাই যাবে চলে-
মা'গো, আমার কবরে সবুজ ঘাস জন্মাবে
তোর বিদায়ী চোখের জলে!