বুকে দাবী- চোখে অভাবী-
দেখে চিনলুম, কপাল পোড়া অবশ্যম্ভাবী!


আমার তখন আগুন চুলোয়-
মানুষ মারার মিছিল গুলোয়
ফাগুন মাসে- হা-হুতাশে,
চৈত্রের খরায় পেট জুড়োয়-

স্বস্তির নিঃশ্বাস এলাম ফেলে
লাল ফুলের লাল রক্ত ঢেলে-
কাঁটার আঘাতে- মধ্য রাতে-
দেখেই চিনলুম,
শোকে হারানো মায়ের ছেলে!


আমার তখনও আগুন চুলোয়-
মানুষ মারার রাত গুলোয়-
ঝরের আভাসে-ভয় আসে
ইটের দেয়াল- বুকের উপর বসে-
দেখেই চিনলুম,পৃথিবী নির্ঘুম-
চলে মৃত্যুর উৎসব শখের বশে!