দোয়েলের ডানার হাওয়ায়
ধানের শিষ দোল খায়-
মাছরাঙা ভেবে বসে ক্ষেতের জলের দখলদার!
খবর পৌছোয় বকের কাছে-
বাতাসের কানে কানাকানি- মুহুর্তেই জানাজানি,
গর্তের মুখে মাটি চেপে ইঁদুর বের হয় আন্দোলনে,
জল বাড়ানো বৃষ্টির জন্য মাছেরা নামে অনশনে
সাদা কালো দোয়েল চেয়ে চেয়ে দেখে,
এক ডানার ঝাপ্টায়
বেধে গেল বিদ্বেষ- রেষারেষি-
ক্ষেতের মালিক কাঁটতে এলে ধান,
জানবেও না আমরা ছিলাম প্রতিবেশি!