আছে অল্প সুখ অল্প নিঃশ্বাসে বেঁচে
প্রতিরোধে বেঁচে আছে কিছু সম্ভাবনা!
মনুষ্যত্বের নষ্ট কাঁচের শরীর ভেঙ্গে,
আয়নায় খুঁজে ফিরি বিস্ফোরিত চোখ!
যেখানে যুদ্ধে পরাজিত লাশের ভীড় ঠেলে
দূর্ভেদ্য অন্ধকার ভেদ করে
শশ্মানের কালো ধোঁয়ায় উড়তে দেখি সমস্ত স্মৃতি!

কিভাবে যেন বেঁচে আছে
অল্প সুখ অল্প নিঃশ্বাসে-
কেমন নিদারুণ অভ্যাসে,
এইটুকু সুখ পুড়িয়ে বাঁচি
বিশ্বস্ত আগুনের আঁচে!