আমার লক্ষ্য ছিল আমার হওয়া,
কাকের কালো চোখ দেখে মনে পড়ে
ডাস্টবিনে পড়ে থাকা আমায় ঘিরে
একটা সংসার পড়ে আছে!


আমার দোষ ছিল নির্দোষ হওয়া,
সততার কানে মিথ্যে বাঁশির মোহনীয় সুরে
পরিষ্কার শোনা যেত যে বিনয়,
অহংকারের বড়শিতে আঁটকানোর লোভে
তাকে দিয়েছি মাছের জীবন!


আমার জায়গা ছিল দখল নেয়া,
গাছের শেকড় অতলে গভীর যেমন,
কেঁটে ফেললে রক্ত দেখা যায় না,
কিংবা রক্তের ভেতরে থাকা শত্রুর জীবাণু!


আমার বিশ্বাস ছিল দীর্ঘশ্বাসে,
করুণার পাত্রে দীর্ঘশ্বাসের বাষ্পিভুত জল জমে,
যখন আকাশে উবে যেত,
অদৃশ্যে দুঃখই ছিল বিশ্বাস যোগ্য আস্থা হারাবার নাম!


আমার ভালোবাসা ছিল না পাওয়া-
সেলাই খুলে গেলে খুব প্রয়োজনে
সেফটিপিন খুঁজে মরিয়া প্রিয়তমা-
অন্তত আমায় খুঁজে পেত!
অন্তত আমাকেই খুঁজে পেত।