কি হারিয়ে মানুষ কাঁদে মানুষ ছাঁড়া,
চোখের ভেতর গড়ে অন্য মানুষের ঘর-
টিনের ছাউনির মতো অর্ধ খোলা চোখের পাতায়,
কার জন্য বৃষ্টির জল চুঁইয়ে পড়লে অভিভূত হয় রোদ?
বিশ্বাস'সে-তো অনাদরে বেড়ে ওঠা লতার কাছেও আছে-
সাহায্য,' সে-তো একজোড়া জুতোর কাছেও হেরে যায়-
সাহস,' সে-তো মাছের কাটার লোভে বিড়ালের বেঁচে থাকার লড়াই-!
সফলতা' যার শেষ থেকে শুরুতে নিজ হত্যার প্রতিশোধে নিজে ঝাঁপিয়ে পড়া-!
বেদনা' সে কোনো রুক্ষ্ণ গাছের ছায়ায় মাখা পথিক কবির অনন্তকালের হাসি"!
কি থেকে যেন ভুলে গ্যাছি পৃথিবীতে বেঁচে থাকার মানে-
কাঠগড়ায় দণ্ডিত জীবন নিয়ে কেঁদেছি মৃত্যুর প্রতিদানে!