গোলাপের সুগন্ধ মেশানো কাঁটায় বিঁধে গেলে আঙ্গুল,
ভুল আমায় বলে,'
''আমার ভেতরে ছিলাম আমি অপ্রতুল!''
ঝরে পড়া দেখে আমার কপালের ঘাম-
তোমরা বললে,
''মৃতের চোখ বেয়ে যদি দুঃখ পড়তো অবিরাম''


এবার বিশ্বাসের কাছে বিষপানে মরে গেলাম
অবিশ্বাস বলে,
''ক্যানো বিষের উপকারিতা না জেনে বিষ খেয়ে ফেললাম?''
অতঃপর,
রাতের মায়ায় ভোরের স্তব্ধতা ভেঙ্গে দিয়ে-
ছুটছি আমার স্বপ্নের বন্ধ কফিন কাঁধে নিয়ে!