ভাঙ্গা নাওয়ের ভেতর জল ঢুকেছে-
প্রণয়ের ছেঁড়া নোঙরে হৃদয় ঠুকেছে!
পাল তোলা মেঘ,স্মৃতি ভেজায় বৈঠা-
মলিন হয় অস্ফুট নক্ষত্রের শুকনো আকাশটা-
কোথায় শেষ তটের জোয়ার খেলা-
মেতেছে উত্তাপে ফোটা স্বপ্ন ভেলা!
খুঁজলে পরে অচেতন সময়-
রাখিস ধরে চেনা অভিনয়-
পাজরে আঘাত হানে আয়নায় দেখা ক্ষত-বিক্ষত স্তিমিতনেত্র-
ধ্বসে পড়া পাহাড়ে উদাসীনে  আঁকছিস অযাচিত পটচিত্র!
ভুল কি আমার কতখানি ছিলেম না তোর সত্তাজুড়ে?
কালবৈশাখী একবার এলে ঝড় তুললি যে আমায় ছুঁড়ে!
ভুলে যাস আমারে, যেদিন নাওয়ে উঠবে সমস্ত নদীর শুকনো জল-
ক্যামনে ভোলাবি নিজেরে তুই প্রদীপ জ্বেলে আমায় স্মরণে বল!