সে যেন না আসে,
নৈঃশব্দের রঙহীন গোধূলি সন্ধ্যায়-
ছায়ার প্রেম বিক্রি করে নিঃস্ব হয়েছে বিকেল-
জায়গা হয়নি দখলের ভয়ে,পেয়েছি শুন্যতার জেল!


সে যেন  না আসে-
ভোরের শুকতারার নির্বিকার বিদায়ে,
জানালার শিক কেঁটে অন্তত ক্ষান্ত হয় ঘুণোপোকা!
অথচ নির্ঘুম স্মৃতি ভীষণ জেদি-অপেক্ষার মতো একরোখা!


সে যেন আর না আসে,
শোক সংবাদের ধারে কাছে,
ওপার থেকে আসা ঢেউয়ের কানে বাজুক-
'ঢেউ মরে গেলে তাকে দিয়ে যাবো নদীতে চর জাগার সুখ!