অজুহাত দেখাচ্ছে ভুল,ভুলের অজুহাত মিথ্যে মায়া-!
কল্পনার গন্ডি আছে,সীমাবদ্ধতা নাই!
সাহসের সীমা নাই,বোকাসোকা মানুষের প্রেমে দুঃসাহসী প্রতিশ্রুতি খন্ডন হয় না।
ক্লান্ত পাখিরাও ডানা ঝাপ্টায়,বৃষ্টির জলে গায়ে কাঁদা মাখতে দেয় না শরীরে।
অবুঝ কিশোরী পদ্মফুলের ভ্রমর চেয়ে বসে দুঃস্বপ্নের ক্যানভাসে নীল শরতকে আঁকবে বলে।
বাতাসের কান আছে জেনেও দেয়ালের সুক্ষ্ণ জালে নিজে থেকে ধরা পড়ে পলাতক মন!
সুতীব্র চিৎকার থেমে যায় ঠোঁটে,মস্তিষ্কের আঙিনায় কৃত্রিম আবর্জনার স্তুপ!
সময়কে সান্ত্বনা দেয় অসময়,ফুলের বৃন্ত ছিঁড়লে ফুল কিভাবে হাতে ধরাবে জীবন?
শহরে কখনোই বর্ষা ছিলো না,ঘরের কোণে জল জমার ভয়ে-
একদিনের বৃষ্টিতে কতখানি সুখ থাকলে মিশে থাকে জীবনের পরাজয়ে?