আমাদের একত্রে জোগাড় করা শুকনো জ্বলন্ত কাঠ-
ছাই না হয়ে আগুনের বুকে খন্ডে খন্ডে বাস করে!
তোমার রেখে যাওয়া তোমাকে ভস্ম হতে দেয় না সহজে।
আমাদের শরতের আকাশ শাসন করা মেঘ,
বৃষ্টির খরতায় আর কতদিন অনিশ্চিত থাকবে তৃষ্ণার বিচ্ছেদে?


জানি না, প্লাবনে কি ভেসে আসে কাছে,
বিস্মৃতির নদীতে স্রোতের তীব্র বাসনায় তলিয়ে যায় অসংখ্য কচুরিপানা!
সাহসের কি দুঃসাহস আছে,
দূরবীন চোখে হৃদয় দেখে বলবে কতদূর থেকে চিনি আঁধার?
যেমন ভ্রমরের আয়ু কমে আসে ফুলের গাছের দূরত্বে,
বসন্তের শেষে উল্লাসে মাতে অনাদরের উৎসব!
তবু তোমার তোমাকে ফিরিয়ে দিতে পারেনা আমাতে,
তোমার তোমাকে লিখতে পারেনা আমাতে
তোমার তোমাকে কাঁদাতে পারেনা আমাতে!