বৃষ্টি পড়লে যদি আকাশ কাবু হতো-
সাধনায় থাকতে না চোখের জলে!
এভাবে ক্যানো অনাকাঙ্ক্ষিত নির্বাসন,
বেদনার তৃপ্তিহীন আহবানে বুকে টেনে নেয় নৈঃশব্দ?
কোনো উন্মাদের অপেক্ষার বাসরে,
কত নীল অপরাজিতা আমাকে সাক্ষী রেখে ঝরে পড়ে যায়!
কাদার ছোঁড়াছুঁড়ি শৈশবের উল্লাস,
তোমাতে মেখে ঢেকে দেয় পুরো শরীর!
এভাবে ক্যানো অবলা স্মৃতি মরে যায় অপ্রকাশিত ভাবনায়?
আমার কি তবে- ধনুকের ব্যর্থ বিশ্বাসী তীর বিদ্ধ হলো বেদনাতে?
আমার কি তবে -অভ্যাসগত অপরাধ তুমি'অনুবাদে?