যাকে কেউ ভালোবাসেনি,
ঘরের এক কোণে তার অব্যবহৃত ফাঁকা কলসটি
ভাঙ্গার প্রার্থনা করে মাটির কাছে!
বিপদের ঘন্টা বাজিয়ে হন্তদন্ত হৃদয়গামী কোনো পথিককে
তৃষ্ণায় অভাব ঢেলে দিয়ে বলতে পারে না,'এই নাও এক গ্লাস  শুন্যতা'!


যাকে কেউ কখনো ভালোবাসেনি,
ত্যাগের সম্মতিতে তারও আছে নিজেকে বিয়োগ করার নেশা-!
উদারতা চেয়ে উদাসীন তালুতে অব্যর্থ সংগ্রামী বেদনার সঞ্চার-
যেন এক যোগ করতে ভুলে যাওয়া বাকি হাতে জীবন্ত রেখার আত্নসমর্পন!


যাকে কেউ ভালোবাসতে পারেনি,
আড়ালে তার ভেতরেও সুক্ষ্ণ সুনিপুণ চিত্র আঁকে দ্বিধা-
আঁধারের বন্যায় নির্ঘুম চোখে ভেসে বেড়ায় দূর্যোগপূর্ণ রাত!
খড়কুটোর মতো স্মৃতি'রা তলিয়ে যায় এক মানুষ সমান জলে!-
বুকের তীর ঘেঁষে সক্ষমতার বাইরে আদর পেয়ে লতা বেড়ে ওঠে পাতাহীন!
যাকে কেউ ছোঁয়নি, নুইয়ে পড়তে বাঁধা দেয়নি।


যাকে কেউ ভালোবাসতে পারেনি-
তার কথা কে শোনে,কে বলে আর?
ভালোবাসার মুখোমুখি হলে সেও বলবে জানি,
'তার হৃদয়ে বাস করে তোমাদের রাত জাগা সমস্ত আঁধার'!