গভীর ভাবনায় চক্ষুস্নান জলেতে চোখ ভাসে,
ক্ষনিকের মায়াজাল কিছুতেই কাটেনা,
অচেনা মানুষ ও মেঘের ক্যানভাস হয়ে আসে।
উন্মুক্ত চিন্তার সুগভীর আকাশে
নিঃশব্দে কত মানুষের মন জানে,
ভূবন তরে বেদনার হাহাকার
সুখের টানে নীল আকাশের বুকে
সুখের বানী দীর্ঘশ্বাসে বানে।
রাতের আধার রূপে কাল ছায়া পড়ে
আাধার দেখি সারাক্ষণ ছায়া নাহি ভাসে,
রাত তার ডাক নাম ছায়া তার পদ্মফুল,
যার কাটা বিধলেও সে নিশ্চুপ।
শত প্রশ্নর উওর যেখানে বন্দী
যেখানে নোনাপানির পাহাড়,
একমাত্র সুগভীর তিমির রজনী
যার আঁধারের সৌন্দর্য দিয়ে লুকিয়ে রাখে।
প্রভাত রবিরশ্মি বিকিরিত হয়ে
সকল দূর্বিষহ কেটে,
সোনালি আলোয় হাসি মুখে পথ চলতে শেখায়।