তুমি বাংলার প্রকৃতি ধ্বংস করার কীট,
তুমি উশৃংখল কে দেখো সুশৃঙ্খলভাবে তুমি বাংলাদেশ।
তুমি প্রজা থেকে হয়েছিলে রাজা তমিই করে দিবে নির্বিশেষ,
সেই তুমিই আমার বাংলাদেশ....
তুমি অন্যায় কে দেউনি কখনো ঠাই
আজ তুমি অন্যায় করিতেছো সাপলাই
তবুও তুমি বাংলাদেশ...
মানি গুনি সবেই মুখ গুটিয়ে চলে যাচ্ছে ভাই,
সর্বনাশী কীট গুলোই কি পরে থাকবে এ বাংলায়!
তুমি বিচার নামের বিচারকার্যে বিচার ঠিকি করছো
অপরাধী বাইরে গুরছো ভালো মানুষ মারছো,
তুমিই তো আমার বাংলাদেশ...
নিজের বন্দুকের গুলি নিজের ও কখনো লাগে ভাই,
যেমন টা লেগেছিল পৃথিবীর হিংস্র ক্ষমতার অধিকারীদের......
তবুও তুমি আমার বাংলাদেশ।
এই বন্ধুক ছেরে জোয়াল লও কাধে,
শিক্ষিত সমাজ তাতেও হবে মঙ্গল
বাংলাদেশকে বানিওনা জঙ্গল,
তবুও তুমি এই আমার বাংলাদেশ।